দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মের নিয়ালকো অ্যালয়সের শেয়ারের লেনদেন আগামীকাল শুরু হবে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালিকাভুক্ত হয়ে কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হবে। ডিএসইতে কোম্পানি কোড হবে নিয়ালকো। ট্রেডিং কোড নম্বর হবে-৭৩০০৩।

সোমবার (৩১ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে ডিএসইর এসএমই বোর্ডে ৮টি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে। নিয়ালকোর লেনদেন শুরু হলে ৯টি তালিকাভুক্ত কোম্পানি হবে।

গত বছরের ১৫ এপ্রিল এসএমই কোম্পানি হিসেবে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য নিয়ালকো অ্যালয়েসকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কিউআইও’র মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে। প্রতিটি ১০ টাকা করে ৭৫ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে এই অর্থ উত্তোলন করে নিয়ালকো অ্যালয়েস। কিউআইওর আবেদনে কোম্পানিটির সাড়ে ৭ কোটি ৫০ লাখ টাকার চাহিদার বিপরীতে ১৩৪ কোটি ৩৯ লাখ টাকার আবেদন জমা পড়ে। যা প্রয়োজনের তুলনায় ১৭ দশমিক ৯১ গুণ বেশি। এতে যোগ্য বিনিয়োগকারী সংখ্যা ছিল ৩০৯ জন।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ নিয়ালকো অ্যালয়েস ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটি ব্রোঞ্জ, পিতল, মেটালসহ অনেক ধরনের পণ্য উৎপাদন করে। তাদের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

২০১৫ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে নিয়ালকো অ্যালয়েস। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এমআই/এমএইচএস