খান ব্রাদার্সের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৩১জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ৬ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ৭০টি সাধারণ শেয়ারধারীদের ২ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭টি। বাকি শেয়ারগুলো হচ্ছে উদ্যোক্তা-পরিচালকদের।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর,২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩ পয়সা।
আর জুলাই থেকে ডিসেম্বর দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৯ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আগের বছরের শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৩ পয়সা।
এর আগের ৩০ জুন ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ করে লভ্যাংশ দিয়েছিল কোম্পানি। তার আগের ২০১৮ সালেও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এমআই/এসএম