হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ইউসিবি
এক হাজার কোটি টাকার বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। কোম্পানিটির সর্বশেষ সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ইউসিবি আনসিকিউরড, নন-কনভার্টেবল এবং রিডেম্বল পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। সাত বছর মেয়াদী এই বন্ডের আকার ১ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে টায়ার-১১ এর শর্ত পূরণের জন্য এই বন্ড ইস্যু করবে ব্যাংকটি।
এমআই/এমএইচএস