সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ডিসেম্বর) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন লেনদেন হওয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৪১টি প্রতিষ্ঠানের। বেশির ভাগ শেয়ারের দাম কমায় সূচক পতন হয়েছে।

তবে সূচক পতনের দিনেও চমক দেখিয়েছে বিমা খাত। এ খাতের তালিকাভুক্ত ৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টিরই। বিমা খাতের কোম্পানি ছাড়াও এদিন বড় পতন থেক্ষে পুঁজিবাজারকে রক্ষা করেছে সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এনসিসি ব্যাংকি লিমিটেড।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তথ্য অনুযায়ী, সোমবার বাজারে ৩৭৪টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৯৯০ শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ২৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক ৪৬ পয়েন্ট কমে ৬ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ১০ পয়েন্ট, আর ডিএস-৩০ সূচক কমেছে ১৯ পয়েন্ট। এর ফলে রোব ও সোমবার টানা দুদনি পুঁজিবাজারে দরপতন হলো।

সূচক পতনের এই দিনে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৭ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকা। এর আগে লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকা।

আজও যথারীতি ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর রয়েছে জেনেক্স ইনফোসেস, ওয়ান ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইনস্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট কমে ১৯ হাজার ৬০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৮টির, অপরিবর্তিত ছিল ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৯১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৪৯১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৫ কোটি ৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে কিছু বেশি।

এমআই/জেডএস