সূচক ওঠানামার মধ্য দিয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) দেশের পুঁজিবাজার লেনদেন শুরু হয়েছে। তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট। আর এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৩শ কোটি টাকা।

ডিএসইর তথ্য মতে, আজ প্রথম ঘণ্টায় বাজারটিতে ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির, অপরিবর্তিত রয়েছে ৭২টি শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও কমেছে ডিএসইর অন্য দুই সূচক। এর মধ্যে ডিএসইএস সূচক কমেছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমেছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭০ কোটি টাকার শেয়ার। আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ১৭৩ কোটি ৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার। অর্থাৎ গতকালের চেয়ে লেনদেন অনেকটা বেড়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ২৬৫ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৯৫ লাখ ৭ হাজার ১৫১ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৩৪টির, আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস