প্রথম ঘণ্টায় লেনদেন ৩শ কোটি টাকা
সূচক ওঠানামার মধ্য দিয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) দেশের পুঁজিবাজার লেনদেন শুরু হয়েছে। তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট। আর এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৩শ কোটি টাকা।
ডিএসইর তথ্য মতে, আজ প্রথম ঘণ্টায় বাজারটিতে ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির, অপরিবর্তিত রয়েছে ৭২টি শেয়ারের দাম।
বিজ্ঞাপন
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও কমেছে ডিএসইর অন্য দুই সূচক। এর মধ্যে ডিএসইএস সূচক কমেছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমেছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭০ কোটি টাকার শেয়ার। আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ১৭৩ কোটি ৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার। অর্থাৎ গতকালের চেয়ে লেনদেন অনেকটা বেড়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ২৬৫ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৯৫ লাখ ৭ হাজার ১৫১ টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৩৪টির, আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/জেডএস