সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেন কিছুটা বেড়েছে। এর ফলে টানা তিনদিন পুঁজিবাজারে সূচক পতন হলো।

দিনভর ব্যাংক-বিমাসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের বিক্রির চাপ ছিল। আর তাতে সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। যা সূচক কমে দিনের শেষ হয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) শেয়ার কিনে মার্কেট সাপোর্ট দেওয়ার ফলে আজ বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে লেনদেন হওয়া ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৬টির, অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৯ পয়েন্ট কমে ৭ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমেছে। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১৪ কোটি ৬০ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২২৬ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফরচুন সুজ, কাট্টালী টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে ২০ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৭৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ৮৮ লাখ ২১ হাজার ২০৮ টাকা।

এমআই/জেডএস