সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেড। জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে কাট্টালির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। এ কারণে উদ্যোক্তা-পরিচালকদের বাদ দিয়ে কেবল সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ মানে এক টাকা করে সাধারণ শেয়ার হোল্ডারদের মোট ৮ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৭০১ টাকা লভ্যাংশ দেবে কোম্পানি কর্তৃপক্ষ।

বর্তমানে কোম্পানিটির ১১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ২০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩ কোটি ৫২ লাখ ৬০ হাজার ৪৯৯টি শেয়ার। ফলে এই শেয়ারধারী পরিচালকরা কোনো লভ্যাংশ পাচ্ছেন না। এর আগের বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২ শতাংশ নগদ আর ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।  

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটর্ফমে এজিএম অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

এছাড়াও সভায় কোম্পানটির ১৮তম এজিএমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের সময় বাড়াতে শেয়ারহোল্ডারদের কাছে আবেদন করা হবে। সাধারণ বিনিয়োগকারীরা সময় বাড়ালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে প্রস্তাব পাঠাবে কোম্পানি কর্তৃপক্ষ।

এমআই/এনএফ