ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে দেশের পুঁজিবাজারে লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ নভেম্বর) প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে সাড়ে ৩শ কোটি টাকা।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়েছে।
বিজ্ঞাপন
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও।
ডিএসইর তথ্য মতে, এ সময়ে বাজারে ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৯৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ারের দাম।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে সাত হাজার ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকও বেড়েছে। এর মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে সাত পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ারের।
অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হয়েছে সাত কোটি ৮১ লাখ ৭২ হাজার ৫৪৮ টাকার শেয়ারের।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ারের দাম।
এমআই/এমএইচএস