প্রথম ঘণ্টায় সূচক নেই ৭৫ পয়েন্ট, বড় দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা
সূচকের বড় পতনের মাধ্যমে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২৫ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা ১১টা) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৭৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ২২৬ পয়েন্ট। আর তাতে বিনিয়োগকারীরা বড় দুশ্চিন্তায় পড়েছেন। তারা আতংকিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
ডিএসইর তথ্যমতে, সোমবার প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ২৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।
বিজ্ঞাপন
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ দশমিক ১২ পয়েন্ট কমে সাত হাজার থেকে ৬ হাজার ৯৩০ পয়েন্টে নেমে এসেছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১৩ দশমিক ৭২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমেছে। এসময় ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৯ কোটি ১১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২৬ পয়েন্ট কমে ২০ হাজার ৩৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময় লেনদেন হয়েছে ১০ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ৫৫১ টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এসএসএইচ