মুনাফা কমেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের।
রোববার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা। অর্থাৎ এক বছরে মুনাফা কমেছে ৪৮ পয়সা।
শুধু তৃতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬০ পয়সা।
অর্থাৎ ২০২০ সালের প্রথম ৯ মাসের তুলনায় ২০২১ সালের প্রথম ৯ মাসে শেয়ার প্রতি মুনাফা কমেছে ৬০ পয়সা। আর তাতে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ২৬ পয়সা।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৫ লাখ। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০২০ সালে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
এমআই/জেডএস