প্রথম ঘণ্টায় সাড়ে ৩শ কোটি টাকার শেয়ার লেনদেন
সূচকের মিশ্র প্রবণতায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে।
বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা ১১টা) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে দশমিক ৮৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ২ পয়েন্ট। তবে লেনদেনের ধীরগতি দেখা গেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্যমতে, আজ প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১১৫টির আর অপরিবর্তি রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার দর।
বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে দশমিক ৪৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমেছে।
এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার। আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ৩১২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৩২লাখ৮৪ হাজার ১১৬ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকার শেয়ার। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তি রয়েছে ২৬ কোম্পানির শেয়ারের দাম।
উল্লেখ্য, আগের টানা সাত কার্যদিবসে পুঁজিবাজারে দরপতন হয়েছে। এতে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা।
এমআই/এনএফ