চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেডের শেয়ারের। কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের তৃতীয় এই প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৮৮ হাজার ৯৮৯ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৩ কোটি ২ লাখ ৩৫ হাজার ১২৯ টাকা। বলা যায় মুনাফা কমেছে প্রায় তিন গুণ।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে। যা আজ (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে ওয়াটা ক্যামিকেলের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৮ পয়সায়। আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ১ টাকা ৩৬ পয়সা ইপিএস কমেছে। অর্থাৎ মুনাফায় বড় পতন হয়েছে।

শুধু গত তিন মাসেই নয়, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ অর্থাৎ ৯ মাসে গতবছরের ৯ মাসের অর্ধেক মুনাফা কমেছে। ডিএসইর তথ্য মতে, চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ১০ লাখ ১৮ হাজার ৮৪৯ টাকা। এর আগের বছর যা ছিল ১২ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৬১৬ টাকা। অর্থাৎ প্রায় ৫ কোটি টাকা মুনাফা কমেছে।

আর তাতে চলতি অর্থবছরের জুলাই ২০ থেকে মার্চ পর্যন্ত সময়ে ওয়াটার কেমিক্যালের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৯ পয়সায়। গত বছরের সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা কমেছে ৩ টাকা ৮৫ পয়সা।

এর মধ্যে তিন মাসে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২ টাকা ৪ পয়সা। ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ২৪ পয়সা।

মুনাফায় বড় পতনের বিষয়ে কোম্পানি সচিব সামমুল হক ঢাকা পোস্টকে বলেন, করোনার কারণে ব্যবসায় কমেছে।

এমআই/এমএইচএস