মোস্তফা মেটালের লেনদেন শুরু রোববার
এসএমই প্লাটফর্মে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন আগামী রোববার (১৭ অক্টোবর) শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির ট্রেডিং কোড হচ্ছে- MOSTFAMETL এবং কোম্পানি কোড হচ্ছে- ৭৩০০২।
কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন শুরু হচ্ছে। এই নিয়ে এসএমই প্লাটফর্মে সাতটি কোম্পানির লেনদেন হবে।
বিজ্ঞাপন
এর আগে গত ১২ অক্টোবর কোম্পানিটির কিউআরওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার জমা করা হয়েছে। কোম্পানিটির কিউআরওতে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। ৩০ জুন মেটাল ইন্ডাস্ট্রিজকে কিউআইওর মাধ্যমে অর্থ উত্তোলনের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম সভায় বিএসইসির অনুমোদন দিয়েছে।
প্রতিষ্ঠানটি কিউআইও এর মাধ্যমে ১১ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি ১০ লাখ শেয়ার ইস্যু করে। কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০ শূন্য ৭৬ টাকা এবং পুনর্মুল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ দশমিক ৯০ টাকায়।
এমআই/এইচকে