আড়াই মাসে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন
বিক্রেতার তুলনায় ক্রেতা কম থাকায় পুঁজিবাজারে দরপতন হয়েছে। সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দেড় হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই প্রধান সূচক কমেছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৬৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দামও। এর মধ্য দিয়ে টানা চারদিন পুঁজিবাজারে দরপতন হলো।
বিজ্ঞাপন
আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৩১ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ১৯২টি শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে ১১৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৭ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬৭ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ারের। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকোর শেয়ার। তৃতীয় স্থানে ছিল আইএফআইসি ব্যাংকের শেয়ার। এরপর যথাক্রমে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, এনআরবিসি ব্যাংক লিমিটেড, লাফার্জহোলসিম, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, পাওয়ার গ্রিড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, জেনেক্সইনফোসেস লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট কমে ২১ হাজার ১ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন করা ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৪৬ কোটি ২২ লাখ ১৪ হাজার ৫৪০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫০ লাখ টাকা।
এমআই/আরএইচ