সূচক ওঠানামার মাধ্যমে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১১ পয়েন্ট।

তবে এ রিপোর্ট লেখার সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে দশমিক ৫৬ পয়েন্ট। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও সূচক বাড়লেও লেনদেনে ধীরগতি দেখা গেছে।

ডিএসইর তথ্যমতে, প্রথম ২ ঘণ্টায় লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারের দাম। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৭ দশমিক ৫৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৪৩ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার। গত সপ্তাহের দিনগুলোতে প্রথম ঘণ্টায় লেনদেন ৮শ কোটি টাকা অতিক্রম করে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে দশমিক ৫৬ পয়েন্ট কমে ২১ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২৭ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস