মেট্রো স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মোট্রা স্পিনিং মিলস লিমিটেড।
রোববার (১০ অক্টোবর) ২০২১ সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
কোম্পানির তথ্য মতে, ২০০২ সালে বস্ত্রখাতের তালিকাভুক্ত কোম্পানিটির বিদায়ী বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। সেই মুনাফা থেকে ৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫ শেয়ারহোল্ডারকে প্রতি ২০টি শেয়ারের বিপরীতে একটি করে শেয়ার লভ্যাংশ দেবে কোম্পানিটি।
এর আগের বছর অর্থাৎ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের বছরও ২ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ২০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল তারা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ শেয়াহোল্ডারদের মধ্যে বিতরণের জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।
প্রায় সোয়া ৬ কোটি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৩০ শতাংশ শেয়ার, প্রাতষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫ দশমিক ৮১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানির ৫৪ দশমিক ১০ শতাংশ শেয়ার। লভ্যাংশ ঘোষণার দিন অর্থাৎ রোববার কোম্পানির শেয়ারের দাম ছিল ৩০ টাকা ২০ পয়সা।
এমআই/জেডএস