প্রথম আড়াই ঘণ্টায় সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হলেও শেষ দুই ঘণ্টায় সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ব্যাংক-বিমা খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে।

তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৩ পয়েন্ট। বেশির ভাগ শেয়ারের দাম কমায় অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট। সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেন।

ডিএসইর তথ্যমতে, রোববার আর্থিক খাতের কোম্পানির শেয়ার দাম বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। এরপর ব্যাংক-বিমা খাতের শেয়ার বিক্রির পাশাপাশি মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় আর্থিক খাতের বিনিয়োগকারীরাও শেয়ার বিক্রি করতে থাকেন। তাতে দিন শেষে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয় পুঁজিবাজারে।

এদিন ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৫১ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৩৪১টি শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৭ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৭৪ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৫৭ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার, তৃতীয় স্থানে ছিল লাফার্জহোলসিমের শেয়ার। এরপর যথাক্রমে ছিল শাইনপুকুর সিরামিক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসেস, ম্যাকসন স্পিনিং, অ্যাকটিভ ফাইন এবং এসএস স্টিল লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে ২১ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৯৫ কোটি ২৩ লাখ ৬১ হাজার ২২১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৪৮৯ টাকা।

এমআই/জেডএস