শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বোর্ড সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করেছে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ। ৪০ শতাংশ লভ্যাংশের মধ্যে ২০ শতাংশ নগদ আর ২০ শতাংশ বোনাস শেয়ার।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এমজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৯ পয়সা। তাতে কোম্পানটিরি শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮৪ টাকা ৩৪ পয়সা।

এমআই/জেডএস