চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের।

৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা দেওয়া ব্যাংকটি এই অবস্থায় আরও দুটি সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। যা বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ১৮ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা। অর্থাৎ দুই পয়সা বেড়েছে।

তবে চলতি বছরের প্রথম ৬ মাসে অর্থাৎ জানুয়ারি-জুন পর্যন্ত সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৪৯ টাকা। অর্থাৎ ছয় মাসে মুনাফা কমেছে ১৮ পয়সা।

এই অবস্থায় আরও দুটি সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে সাউথ বাংলার পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি হচ্ছে এসবিএসি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট ‍লিমিটেড। যা মার্চেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে। অপরটি হচ্ছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠান দুটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা করে। আর পরিশোধিত মূলধন হবে ৪০ কোটি টাকা করে।

উল্লেখ্য, সাউথ বাংলা ব্যাংক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) মাধ্যমে পুঁজিবাজারে ১০ কোটি শেয়ার ইস্যু করে ১০০ কোটি টাকা উত্তোলন করে। পুঁজিবাজার থেকে উত্তোলন করা অর্থ দিয়ে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

এমআই/জেডএস