সূচকে মিশ্র প্রবণতা, সোয়া ঘণ্টায় লেনদেন সাড়ে ৮শ কোটি
বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ আগস্ট) সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে।
ফলে লেনদেনের প্রথম সোয়া এক ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা ১১৫ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৪টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। লেনদেন হয়েছে ৮৪৫ কোটি ৪১ লাখ ১১ হাজার টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৮৯৬টাকা।
এমআই/জেডএস