দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল দেড় হাজার কোটি টাকা
বস্ত্র, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বাড়ার মধ্যদিয়ে এই সপ্তাহের প্রথম কার্যদিবস সোববার (১৬ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে।
এ চার খাতের পাশাপাশি মিশ্র প্রবণতায় লেনদেন হচ্ছে প্রকৌশল খাতের শেয়ার। তবে এ সময়ে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে বিমা, ব্যাংক এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের।
বিজ্ঞাপন
সব মিলিয়ে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২২ পয়েন্ট। আর তাতে লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকার। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট।
ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। লেনদেন হয়েছে ১ হাজার ৫৩২ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭২১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। একই চিত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৫২কোটি ৫৭ হাজার ৭৪ লাখ ৭৭৯ টাকা।
এমআই/এসএম