মুনাফা বেড়েছে অগ্রণী ইনস্যুরেন্সের
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি অগ্রণী ইনস্যুরেন্স লিমিটেডের।
শনিবার (৩১ জুলাই) কোম্পানিটির পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কোম্পানির প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, এপ্রিল-জুন ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে বিমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। এর আগের বছরে একই সময়ে ছিল ১৪ পয়সা। অর্থাৎ তিন মাসে কোম্পানির ইপিএস বেড়েছে ৩৫ পয়সা।
প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান ছিল ৪৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
আর তাতে দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৩৭ পয়সা। যা গত বছর ৬৬ পয়সা ছিল। ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৪ পয়সা।
এমআই/এসকেডি