জনগণের আস্থার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান
পুঁজিবাজারের প্রতি জনগণের যে আস্থা তৈরি হয়েছে তা যাতে ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ব্রোকার মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালনা পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুযোগ-সুবিধা দেখার দায়িত্ব সবার। দেশের পুঁজিবাজারের প্রতি জনগণের যে আস্থা তৈরি হয়েছে তা যাতে ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া জরুরি। বিশেষ করে পুঁজিবাজার বর্তমানে যে অবস্থায় আছে তাকে আরও গতিশীল করা এবং সব ক্ষেত্রে আধুনিকায়ন করা দরকার। ডিএসইকে এখন চিন্তা করতে হবে বিশ্ব যেভাবে আধুনিকায়ন হচ্ছে সেভাবে পুঁজিবাজারকেও এগিয়ে নেওয়া। পাশাপাশি আইনের মধ্যে থেকে সঠিকভাবে স্টক এক্সচেঞ্জের কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।
ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড দি রোজারিওর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ডিবিএর ভাইস প্রেসিডেন্ট সাজেদুল ইসলাম, পরিচালক ড. ওসমান গনি চৌধুরী, ওয়ালিউল ইসলাম, দাস্তাগির আদিল, মাসুদুল হক, জায়েদ রহমান, ওমর হায়দার।
ডিএসইর পক্ষে ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা আবদুল মতিন পাটোয়ারী, প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব আসাদুর রহমান।
এ সময় ডিবিএ নেতারা বলেন, দেশের পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ডিবিএ। আপনাদের রয়েছে দীর্ঘদিনের বহুমুখী অভিজ্ঞতা। পুরাতনদের অভিজ্ঞতা আর নতুনদের কর্মস্পৃহা দেশের পুঁজিবাজারকে আগামীতে আরও এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি আমরা।
এসআই/এসকেডি