সন্ধানী ও ন্যাশনাল লাইফের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
বুধবার (২৮ জুলাই) কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে।
বিজ্ঞাপন
এর মধ্যে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ন্যাশনাল লাইফ ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
সন্ধানী লাইফ ২০২০ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৪১ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪৬ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে কোম্পানিটির ইপিএস ৪ পয়সা কমেছে।
ফলে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৫ পয়সা। গত বছর ছিল ১৮ টাকা ৩৬ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করেছে ২৮ আগস্ট। তার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ আগস্ট।
এমআই/এসকেডি