সাড়ে তিন বছরের মধ্যে ডিএসইর প্রধান সূচক সর্বোচ্চ
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জুলাই) সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
বিজ্ঞাপন
এর আগে ২০১৮ সালের ৪ জানুয়ারি ডিএসইর সূচক ছিল ছয় হাজার ৩০০ পয়েন্ট। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১১৭ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন মিউচ্যুয়াল ফান্ডের ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির শেয়ারের। বস্ত্র খাতের মধ্যে ৪৮টির মধ্যে কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের। একইভাবের দাম বেড়েছে প্রকৌশল খাতের শেয়ারেরও।
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। এদিন মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৮৯ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার টাকা। এর আগের দিন অর্থাৎ বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৪৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ছয় পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে যথারীতি শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর লেনদেন হয়েছে সাইফ পাওয়ারের শেয়ার। ক্রমান্বয়ে রয়েছে লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিক, ফুয়াংফুড, অ্যাক্টিভ ফাইন, ফুয়াং ফুড, পাওয়ার গ্রিড, ওরিয়ন ফার্মা এবং বিডি থাই লিমিটেড।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৩১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২২২টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩ কোটি আট লাখ ৭৪ হাজার টাকা।
এমআই/আরএইচ