আবারও বিমার শেয়ার কিনছেন বিনিয়োগকারীরা
বেশ কিছুদিন কমার পর মঙ্গলবার (১৩ জুলাই) আবারও বাড়তে শুরু করেছে বিমা কোম্পানির শেয়ারের দাম। সকাল ১০টায় লেনদেনের শুরু থেকেই বিমা কোম্পানির পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারে বিক্রেতা ও ক্রেতা ছিল বেশি। ফলে দামও বাড়ছে।
আর তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট।
বিজ্ঞাপন
এ সময়ে বিমা খাতের ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির কমেছে ১০টির আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের। একইভাবে বেড়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দাম। ফলে সোমবার সূচক পতনের পর মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
ডিএসইর তথ্য মতে, বেলা ১১টা পর্যন্ত সময়ে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৬টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। তাতে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকা।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৮ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৭৬ টাকা।
এমআই/এসএসএইচ