পুঁজিবাজার থেকে ১১ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন পেয়েছে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বুধবার (৩০ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানটিকে শেয়ার ছেড়ে টাকা উত্তোলনের অনুমোদন দেয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজকে স্বল্প মূলধনী বোর্ডের (এসএমই) আওতায় কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানির (কিউআইকিউ) মাধ্যমে এলিজেবল ইনভেস্টরের (যোগ্য বিনিয়োগকারীদের) কাছে ১ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে মোট ১১ কোটি টাকা উত্তোলনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

কোম্পানিটি এই টাকা দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

গত ৩০ ডিসেম্বর ২০২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য ১০ টাকা ৯০ পয়সা। এসএমই প্লাটফর্মে লেনদেনের দিন থেকে পরবর্তী তিন বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল, ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেড।

এমআই/জেডএস