মুনাফা বেড়েছে বিএসসির
তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের (বিএসসি)। কোম্পানিটির জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২১ অর্থাৎ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৪ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানির তথ্য মতে, ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০-২১ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস হয়েছিল ৯১ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বা মুনাফা বেড়েছে ২৬ পয়সা।
বিজ্ঞাপন
অন্যদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তিন প্রান্তিকের (জুলাই ২০২০-মার্চ ২০২১) হিসেবে দেখা গেছে গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৮৩ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ এই হিসাবে মুনাফা কমেছে ৮১ পয়সা।
সব মিলিয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩৮ পয়সা।
সরকার মালিকানাধীন কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৩ দশমিক ৬০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৪ শতাংশ শেয়ার। আর সরকারের হাতে রয়েছে ৫২ দশমিক ১০ শতাংশ শেয়ার। কোম্পানিটি সর্বশেষ বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
এমআই/এনএফ