দরপতনের (বৃহস্পতিবার) একদিন পর সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (২৩ মে) পুঁজিবাজারে সূচকের উত্থানের মাধ্যমে চলছে লেনদেন। বিমা কোম্পানির বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে।

তাতে প্রথম ১৫ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৯০ কোটি ১৪ লাখ টাকার।

সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ডিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে এক হাজার ২৭০ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে সাত পয়েন্ট বেড়ে দুই হাজার ১৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১০২টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ারের দাম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩ কোটি ২৩ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসএসএইচ