ডিএসইতে লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৫ নভেম্বর) লেনদেন হয়েছে ৮৪০ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ডিএসইতে ১ হাজার ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে। গত প্রায় এক মাসের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ১৪ অক্টোবর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৩৭৩ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।
বিজ্ঞাপন
বাজারসংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীদের ক্ষেত্রে মূলধনি মুনাফার ওপর প্রযোজ্য করহার কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। যার প্রভাবে বাজারে লেনদেন ও সূচক বাড়ে। এছাড়া শেয়ারবাজারের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে বিএসইসি। সেসব পদক্ষেপের বাস্তবায়ন শুরু হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, লিনডে বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি ও ইসলামী ব্যাংক। এই পাঁচ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ১২৮ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৫ শতাংশ।
অন্যদিকে, সূচকের বড় উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। প্রতিটি শেয়ারের দাম ১০ শতাংশ বা ৫ টাকা ৩০ পয়সা বেড়েছে। তাতে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ৩৮ পয়েন্ট। এছাড়া সূচকের উত্থানে আরও ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মা, রেনাটা, বীকন ফার্মা ও বেস্ট হোল্ডিংস।
জেডএস