বাংলাদেশের পুঁজিবাজার উদীয়মান পুঁজিবাজার বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। তিনি বলেন, ডিএসইর বাজার মূলধন প্রায় ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশে বিনিয়োগের জন্য পুঁজিবাজার হলো অন্যতম প্রধান খাত।

শুক্রবার (৩ নভেম্বর) বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যান মি. বিনসেন্ট ভেন ড্যাসেলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডিএসইর চেয়ারম্যান। ডিএসই থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর সময়ে ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের ব্রাসেলস এ "দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ" শীর্ষক রোড’শো অনুষ্ঠিত হয়।

রোড শোর পর ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল ৩ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের পুঁজিবাজার বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যান মি. বিনসেন্ট ভেন ড্যাসেল সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বাংলাদেশের উদীয়মান অর্থনীতি, সরকারের বহুবিদ উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এবং বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া ড. হাসান বাবু প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার। ডিএসই’র বাজার মূলধন প্রায় ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশে বিনিয়োগের জন্য পুঁজিবাজার হলো অন্যতম প্রধান খাত। এছাড়া বাংলাদেশে উদ্ভাবনী প্রকল্প এবং স্মার্ট বাংলাদেশের সঙ্গে সংগতিপূর্ণ প্রকল্পগুলোতে বিনিয়োগ করা যেতে পারে।

পরে ড. হাসান বাবু ডিএসই ও বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলস পারস্পরিক সহযোগিতা বিষয়ক একটা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন।

একইসঙ্গে ড. হাসান বাবু বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যানকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনেরও আহ্বান জানান।

এছাড়া ডিএসইর প্রতিনিধিদল প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাও তুলে ধরেন এবং বেলজিয়ামের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগ বান্ধব নীতি, পুঁজিবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।

প্রতিনিধিদলে ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, আফজাল হোসেন, শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্ত্বিক আহমদ শাহ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

এমআই/এমজে