পুঁজিবাজারে ইতিহাসে সর্বোচ্চ লভ্যাংশ দেবে বিএসসি
বিদায়ী অর্থবছরে ইতিহাসের সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ১৯৭৭ তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন কোম্পানিটি জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সমাপ্ত বছরের কর-পরবর্তী মুনাফা করেছে ২৪৬ কোটি ৩৪ লাখ ৪০ হাজার ৮৯৬ টাকা।
যা আগের বছর ছিল ২২৫ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৫৯২ টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ২১ কোটি টাকা। যা কোম্পানি ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন।
বিজ্ঞাপন
বিবিধ খাতের প্রতিষ্ঠানটি মুনাফা বাড়ায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে শেয়ারহোল্ডাররা ২ টাকা ৫০ পয়সা করে মোট ৩৮ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা পাবেন। বাকি ২০৮ কোটি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে জমা হবে। বর্তমানে কোম্পানির রিজার্ভ ফান্ডে রয়েছে ৪৮৮ কোটি ৯৫ লাখ টাকা। এই দুশ কোটি টাকা যোগ হলে রিজার্ভ ফান্ডের আকার ৬৯৫ কোটি টাকা ছাড়াবে।
এর আগের ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরে সর্বোচ্চ ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এ বছর সেই রেকর্ডকে ছাড়িয়ে ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে কোম্পানিটি।
তার আগে গত এক দশক ২০২১ সালে ১২ শতাংশ নগদ,২০২০ সালে ১০ শতাংশ, ২০১৯ সালে ১০ শতাংশ, ২০১৮ সালে ৬ শতাংশ, ২০১৭ সালে ১০ নগদ, ২০১৬ সালে ১২ শতাশ বোনাস এবং ২০১৫ সালে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছিল।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২-২৩ হিসাব বছরে বিএসসির শেয়ার প্রতি নিট আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৮০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ৭২ টাকা ৫২ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর। ওদিন বেলা ১১টায় চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নভেম্বর।
১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা অনুমোদিত মূলধনের কোম্পানির শেয়ার রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ১১৫ টাকা ১০ পয়সা।
এমআই/এমএসএ