প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক ‘ডিজি ১০ ব্যাংক পিএলসি’তে বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যবসা সম্প্রসারণ ও বহুমুখী করার লক্ষ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।

বুধবার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংকের সমন্বয়ে গঠিত প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ জোগান দেবে প্রাইম ব্যাংক। যার পরিমাণ হবে ১২ কোটি ৫০ লাখ টাকা। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার লক্ষ্যে প্রাইম ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা। প্রাইম ব্যাংক একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা করবে, যার পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা। মিউচুয়াল ফান্ড ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড পরিচালনার জন্য একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিও গঠন করবে ব্যাংকটি।

সম্প্রতি নগদ টাকার ব্যবহার কমিয়ে আনা এবং লেনদেন আরও সহজতর করতে বেসরকারি খাতের দশটি ব্যাংকে মিলে ডিজি ১০ ব্যাংক পিএলসি ব্যাংকটি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন হবে ন্যূনতম ১২৫ কোটি টাকা।

ব্যাংকগুলো হলো– দ্য সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসিবি), ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ট্রাস্ট ব্যাংক, পূবালি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এই দশটি ব্যাংক ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা।

এমআই/এসএসএইচ/