টানা চারদিন দরপতনের পর সপ্তাহের পঞ্চম কর্মদিবস বৃহস্পতিবার (১৫ জুন) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। তবে এদিন ডিএসইতে লেনদেন ৫শ কোটি টাকার নিচে নেমেছে। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে দাম কমার বিপরীতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি সপ্তাহের রোববার থেকে বুধবার টানা চার কর্মদিবস দরপতনের পর আজ ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার।

ডিএসইর তথ্যমতে, দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে বৃহস্পতিবার বাজারটিতে লেনদেন হয়েছে। দিন শেষে বাজারে ৩৪০ প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৭৩১ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৭ লাখ ২৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭২৩ কোটি ৩৩ লাখ ৫ হাজার টাকা অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কমেছে। এর আগে গত ১৭ এপ্রিল ৪৪৩ কোটি টাকা লেনদেন হয়েছিল।  

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই৩০ সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার। পরের তালিকায় রয়েছে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ার।

এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে- সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, জেনেক্স ইনফোসেস, সোনালী লাইফ, রূপালী লাইফ, পেপার প্রসেসিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ১০৩টির দাম।

দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭১৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ২১ লাখ ৭৯ হাজার ৪৯১ টাকার শেয়ার।

এমআই/জেডএস