নতুন বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের।

ব্যাংকটির চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের অনিরিক্ষীতি আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। যা কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬পয়সা। এর আগের বছর ২০২১ সালের একই সময়ে ইপিএস ছিল ৩৫ পয়সা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ১ পয়সা ইপিএস বেড়েছে। তাতে ৩১ মাস পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮৩ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ১৪ টাকা ৮২ পয়সা।

গত বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির ২০২২ সালে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা। তাতে বিদায়ী বছরে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছিল ১৬২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ৩০৩ টাকা। সেখান থেকে ৫ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ৫০ পয়সা করে মোট ৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ২২৪ টাকা লভ্যাংশ দেবে ব্যাংকটি। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৪৮টি।

এমআই/এসকেডি