নতুন বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের। জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় এ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৯৪ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪ পয়সা করে।

তাতে ৩১ মার্চ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সা।

২০০৭ সালে তালিকাভুক্ত ব্যাংকটির ২০২২ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৩১ পয়সায়। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে কোম্পানিটি।

এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা। সেই বছরও শেয়ার প্রতি ১০ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১০৮ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৯৯টি।

এমআই/এসএসএইচ/