সি পার্লের মালিকানায় আসছে সুন্দরবন ইকো রিসোর্ট
সাড়ে ৫ মাসে প্রায় পাঁচগুণ দাম বৃদ্ধি হওয়া রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৪০ শতাংশ শেয়ারের মালিকানায় আসছে সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট। প্রতিষ্ঠান দুটি শামীম এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির তথ্য মতে, শামীম এন্টারপ্রাইজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৪ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৯০০ শেয়ারের মালিক। যা শতাংশের হিসেবে ৪০ দশমিক ৪০ শতাংশ। তার এই মালিকানা আরেক সহযোগী কোম্পানি সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্টের কাছে হস্তান্তর করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন : চার বছর পর পুঁজিবাজারে সক্রিয় হচ্ছেন বিদেশিরা
প্রতিষ্ঠানটির শেয়ার ট্রান্সফার চুক্তির আবেদন নিয়ন্ত্রক সংস্থা সর্বশেষ কমিশন সভায় অনুমোদন করা হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ১১৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪৭০ টাকা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শেয়ারটির সর্বশেষ মূল্য ছিল ২২৮ টাকা ৩০ পয়সা, সেই হিসেবে শেয়ারের মূল্য এই টাকা দাঁড়িয়েছে। শেয়ার হস্তান্তরের পর সি পার্ল বিচ অ্যান্ড রিসোর্টের সঙ্গে শামীম এন্টারপ্রাইজ (প্রা.) একীভূত হতে পারে।
এ বিষয় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শামীম এন্টারপ্রাইজের শেয়ার সুন্দরবন ইকো রিসোর্টের কাছে ট্রান্সফারের জন্য অনুমোদন করা হয়েছে। সি পার্ল বিচ রিসোর্টের সঙ্গে শামীম এন্টারপ্রাইজ একীভূত হওয়ার পরিকল্পনা জানিয়েছে। দুটি কোম্পানি এক হলে কোম্পানির শক্তি বৃদ্ধি পাবে, একই সঙ্গে বাড়বে মুনাফাও।
আরও পড়ুন : ৬ প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে সাকিব, লেনদেন ১০৪ কোটি!
সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট খুলনার বটিয়াঘাটে বিনোদনের জন্য একটি জায়গায় ব্যবসা পরিচালনা করে। যেখানে ভবিষ্যতে পাঁচ তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর শেয়ার গ্রহণ করে সুন্দরবন ইকো রিসোর্ট স্পন্সর হিসেবে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র বোর্ডে বসবে।
এদিকে শেয়ার স্থানান্তর বা অধিগ্রহণের তথ্য ছড়িয়ে দিয়ে গত ছয় মাসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৫গুণ বাড়ানো হয়েছে। গত বছরের (২০২২) ২০ জুলাইয়ের শেয়ার প্রতি ৪৭.২০ টাকা থেকে ১৮১ টাকা ১০ পয়সা বেড়ে পরে ২২৮ টাকা ৩০ পয়সা হয়েছে। এভাবে কারসাজির মাধ্যমে শেয়ারটির দাম বাড়ানো হয়েছে।
এ সময়ের মধ্যে অর্থাৎ গত বছরে ২৪ নভেম্বর সি পার্লের স্পন্সর কোম্পানি বেঙ্গল ভ্যাকেশন ক্লাব লিমিটেড তার হাতে থাকা ৯ লাখ ৪০ হাজার ২৯৬টি শেয়ার থেকে ৪৩ লাখ ৪৩ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে শেয়ার বিক্রি করে দিয়ে টাকাও তুলে নিয়েছে।
আরও পড়ুন : কেনার চেয়ে সাড়ে সাত গুণ বেশি শেয়ার বিক্রি করেছে বিদেশিরা
সার্বিক বিষয়ে সি পার্ল বিচ অ্যান্ড রিসোর্ট স্পা’র কোম্পানি সচিব আজাহারুল মামুন ঢাকা পোস্টকে বলেন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর শামীম এন্টারপ্রাইজের শেয়ার সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্টে স্থানান্তরিত হবে। যেখানে কোম্পানিটি এখন একটি রিসোর্ট পরিচালনা করছে এবং পরিকল্পনা রয়েছে একটি পাঁচ তারকা হোটেল নির্মাণের।
শামীম এন্টারপ্রাইজ অধিগ্রহণের বিষয়ে তিনি বলেন, এখনো চূড়ান্ত নয়, তবে পরবর্তীতে সি পার্ল বিচ রিসোর্ট অধিগ্রহণ করতে পারে।
আরও পড়ুন : আয় নেই, মূলধন ভেঙে খাচ্ছে ব্লুমিন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট
উল্লেখ্য, ২০১৫ সালে রিসোর্ট এবং হোটেল ব্যবসায় যাত্রা শুরু করা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ২০১৯ সালে দেশের দুই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। করোনাভাইরাস মহামারির কারণে ২০১৯-২০ ও ২০-২১ অর্থবছরে মুনাফা কম হয়। তবে ২০২১-২২ অর্থ বছর থেকে ঘুরে দাঁড়িয়েছে। বিদায়ী বছরের (২০২২) আগের অর্থবছরের তুলনায় ১১৯ শতাংশ মুনাফা বেড়েছে কোম্পানিটির। সেখান থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ অর্থাৎ ১৫০ পয়সা করে নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটির ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ শেয়ার আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ শেয়ার।
এমআই/এমএ