১০৮ কোটি টাকা লভ্যাংশ পাবেন ডিএসইর শেয়ারহোল্ডাররা
২০২১-২২ অর্থবছরের দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কর পরবর্তী মুনাফা হয়েছে ১২৪ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৭৮৫ টাকা। এর মধ্যে স্টক এক্সচেঞ্জের ১৮০ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৫০০ শেয়ারহোল্ডাকে ১০৮ কোটি ২২ লাখ ৬৫ হাজার ৯০০ টাকা লভ্যাংশ বাবাদ দেবে ডিএসই। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে মুনাফা হয়েছে ১২৪ কোটি ৪৬ লাখ টাকা। তার আগের বছর ২০২১ সালে করপরবর্তী মুনাফা হয়েছিল ১১৩ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসেবে প্রায় ১১ কোটি টাকা মুনাফা বেড়েছে। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৯ পয়সা। যা এর আগের বছর ছিল ৬৩ পয়সা। গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা করেছে ডিএসই।
বিজ্ঞাপন
এই মুনাফা থেকে ডিএসইর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে টাকার অংকে মুনাফা দাঁড়ায় ১০৮ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডিএসই।
ডিএসই সূত্র মতে, করোনার বছর ২০২০ (অর্থাৎ জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ সালে) সালে ডিএসইতে কর পরবর্তী মুনাফা হয়েছিল ২৭ কোটি ৩ লাখ টাকা। সে বছর শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
তার আগের বছর ২০১৯ সালে ৯৭ কোটি ৪০ লাখ টাকা। তার আগের বছর ২০১৮ সালে ১০৪ কোটি ৪০ লাখ এবং ২০১৭ সালে মুনাফা হয়েছিল ১২৩ কোটি ৯০ লাখ টাকা। এই তিন বছর শেয়ারহোল্ডারদের ৫, ৫ এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এ বিষয়ে ডিএসইর পরিচালক শরীফ আনোয়ার হোসেন দিলীপ ঢাকা পোস্টকে বলেন, করোনা ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ফলে ডিএসইতে লেনদেন বেড়েছে। লেনদেন বাড়ায় ডিএসইর মুনাফা বেড়েছে।
তিনি বলেন, লেনদেন বাড়লে একদিকে সরকার এখাতে থেকে বেশি লভ্যাংশ পায়। অন্যদিকে শেয়ারহোল্ডাররাও মুনাফা বেশি পায়। এ জন্য কীভাবে পুঁজিবাজারে মুনাফা বৃদ্ধি হয় সেই পরিকল্পান নিয়ে কাজ করছে ডিএসই।
ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে ডিএসইর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ৬৩ পয়সা। ৩০ জুন সমাপ্ত বছর ডিএসইর শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ১২০ টাকা।
কোম্পানির অনুমোদিত মূলধন ২৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৮০৩ কোটি ৭০ লাখ টাকা। বর্তমানে ডিএসইর বাজার মূলধন ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৬ হাজার টাকা। এখানে মোট ৬৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার, বন্ড এবং মিউচ্যুায়ল ফান্ড রয়েছে।
ডিএসই বাংলাদেশের প্রধান ও প্রথম পুঁজিবাজার। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বাজারটির প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জে অবস্থিত। ডিএসই পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত। ডিএসই আর্টিকেলস অফ রুলস অ্যান্ড রেগুলেশন্স অ্যান্ড বাই-লজ, সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯, কোম্পানিজ আইন ১৯৯৪ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ দ্বারা শাসিত হয়ে থাকে।
এমআই/এসএম