গত বছরের চেয়ে মুনাফা বেড়েছে। তারপরও শেয়ারহোল্ডার লভ্যাংশ কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেড।

শনিবার (২২ অক্টোবর) কোম্পানিটির পর্ষদ সভায় জুলাই ২০২১ থেকে জুন ৩০ ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, প্রতিষ্ঠানটি ২০২২ সালে কর পরবর্তী মুনাফা করেছে ৫১১ কোটি ১০ লাখ টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বমোট ১৪৭ শতাংশ লভ্যাংশ দেবে রেনেটা।

এর আগের বছর ২০২১ সালে কর পরবর্তী মুনাফা হয়েছিল ৫০৩ কোটি ৫০ লাখ টাকা। ওই বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছিল ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। অর্থাৎ কোম্পানিটির ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ৭ কোটি ৬০ লাখ টাকা মুনাফা বাড়লেও লভ্যাংশ কম দিচ্ছে ৭ শতাংশ।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য রেনেটার বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর। ওই দিন বেলা সাড়ে ১১টায় কোম্পানির এজিএম ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। তার জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।   

১৯৭৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১০ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৯৮৩টি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানির ৬ দশমিক ৫৯ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ২২ দশমিক ৮৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯ দশমিক ২৮ শতাংশ শেয়ার। এছাড়াও ৫১ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এমআই/এসকেডি