১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২৪ টাকা প্রিমিয়াম নিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

কোম্পানিটির শেয়ার মঙ্গলবার (১৮ অক্টোবর) সর্বশেষ লেনদেন হয়েছে মাত্র ২৬ টাকা ৪০ পয়সা। এদিন সকাল সাড়ে ৯টায় ২৪ টাকা দরে কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়। অর্থাৎ লেনদেনের প্রথম দিনে কাট অব প্রাইসের নিচে লেনদেন হয়েছে। কোম্পানির কাট অব প্রাইস ৩৪ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : তিন বছর ধরে লভ্যাংশ দিচ্ছে না পিকের লুটে নেওয়া এফএএস ফাইন্যান্স

ডিএসইর তথ্য মতে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করেছে নাভানা ফার্মা। এই টাকায় ভবন নির্মাণ, সেফালোস্পোরিয়ান ইউনিটের সংস্কার, ঋণ পরিশোধ এবং আইপিওর খাতের ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৩৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১ দশমিক ৬৫ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ।

এমআই/এসএসএইচ