শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রোববার (১৬ অক্টোবর) জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোম্পানির কর্মকর্তা এমএস জামান।

তিনি বলেন, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১ টাকা করে লভ্যাংশ দেওয়া হবে। বাকি অর্থ কোম্পানির রিজার্ভে রাখা হবে। এর আগের বছর কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৪ পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়াহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর। ওইদিন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

বিদায়ী বছরের কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৫০ পয়সা।

এমআই/জেডএস