ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মঙ্গলবার (১১ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ওষুধ ও রসায়ন, বিমা এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এ দিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২১ পয়েন্ট।
ডিএসইতে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও লেনদেনে দেখা দিয়েছে ধীরগতি। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৩ পয়েন্ট।
বিজ্ঞাপন
আগের দিন সোমবার বড় দরপতনের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
আরও পড়ুন : ত্রুটির কারণে চালুর দিনই লেনদেন হয়নি সরকারি বন্ড
ডিএসইর তথ্য মতে, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৪টির দাম।
এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়ে ৫ দশমিক ৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৭ পয়েন্ট।
দিনের প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩০০ কোটি ৪২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার।
একই অবস্থায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ঘণ্টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ৭৮০ টাকা।
সিএসইতে আজ ১০১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৯টির, অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
এমআই/এসএসএইচ