কাট অব প্রাইস নির্ধারণের জন্য বিডিং অর্থাৎ নিলাম শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে প্রাথমকি গণপ্রস্তাবে (আইপিও) আসতে যাওয়া এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

সোমবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় নিলাম শুরু হবে। বিরতিহীনভাবে চলবে ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টা পর্যন্ত। এতে কেবল যোগ্য বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭তম সভায় চলতি বছরের ৩১ আগস্ট কোম্পানিটিকে আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে শেয়ার ছেড়ে ৯৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। এরপর নিয়ম অনুসারে কাট অব প্রাইস নির্ধারণের লক্ষ্যে আজ থেকে বিডিং অনুষ্ঠিত হবে। এতে কোম্পানিটির শেয়ারের মূল্য নির্ধারণ হবে।

আরও পড়ুন : পুঁজিবাজারে মূলধন বেড়েছে পৌনে ২ হাজার কোটি টাকা

বাজার থেকে টাকা নিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনায় খরচ করবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএসইসির (পাবলিক ইস্যু) রুলস ২০১৫ অনুযায়ী এশিয়াটিক ল্যাবরেটরিজকে আইপিওর মাধ্যমে ৯৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে যে তালিকাভুক্ত হওয়ার আগে কোনো প্রকার লভ্যাংশ দিতে ও বিতরণ করতে পারবে না।

বিএসইসির তথ্য মতে, ৩০ জুন ২০২১ সালে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএবি) ৩৫ টাকা ৪৮ পয়সা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৬৫ পয়সা। গত ৫ বছরের কোম্পানির ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় ৩ টাকা ২১ পয়সা।

সূত্র জানায়, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কাট অব প্রাইস থেকে ৩০ শতাংশ অথবা ২০ টাকা, দুটির মধ্যে যেটি কম সেই মূল্য সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছেড়ে টাকা উত্তোলন করবে। কোম্পানি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এমআই/এসএসএইচ