শেয়ারহোল্ডারদের এক টাকা করে লভ্যাংশ দেবে ই-জেনারেশন
সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ অর্থাৎ ১ টাকা করে নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেড।
মঙ্গলবার (৪ অক্টোবর) কোম্পানিটির ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। সেখান থেকে ৭ কোটি ৫০ লাখ শেয়ারধারীদের মধ্যে সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ১৯৭ টাকা নগদ লভ্যাংশ দেবে।
এর আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪০ পয়সা (রিস্টেটেড)। সে বছরও শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ দিয়েছিল।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর। ওইদিন ডিজিটাল প্ল্যাটফরমের এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
এমআই/এমএ