চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী (স্ট্যাটেজিক ইনভেস্টর) হিসেবে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবিজি লিমিটেডকে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটি সিএসইর ২৫ শতাংশ শেয়ার কিনে মালিক হবে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, ডিএসইর যেমন স্ট্যাটেজিক পার্টনার চীনা প্রতিষ্ঠানের কাছে ২৫ শতাংশ বিক্রি করেছে, ঠিক তেমনি সিএসইর স্ট্যাটেজিক ইনভেস্টর হিসেবে এবিজি লিমিটেডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি আরও বলেন, সিএসইর পরিচালনা পর্ষদের অনুমোদন ও আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এবিজি লিমিটেডকে কতিপয় শর্ত ও সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে।

এমআই/এসকেডি