শুরুতেই ক্রেতা সংকটে দেড় শতাধিক কোম্পানি
সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৮ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় আগের দিনের মতো শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেশি। এমন অবস্থায় বিক্রেতা থাকলেও ক্রেতা শূন্য ১৫০টির বেশি কোম্পানির শেয়ারের।
তাতে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত লেনদেনের এই সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১০ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেনে ধীরগতি দেখা গেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, আধা ঘণ্টায় ডিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৯৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৯টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ২ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে দশমিক ৭ পয়েন্ট। এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৪০ লাখ ৬ হাজার টাকার শেয়ার।
একই অবস্থায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ঘণ্টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১ কোটি ৮৬৪ লাখ ২৭ হাজার ৬১৭ টাকা।
সিএসইতে মোট ৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪টির, অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
এমআই/জেডএস