এ মাসেই পুঁজিবাজারের আকার হবে ৮ লাখ কোটি টাকা
সেপ্টেম্বর মাসেই পুঁজিবাজারের আকার ৮ লাখ কোটি টাকা হবে বলে প্রত্যাশা করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সিএমএসএফ গোল্ডেন জুবিলি ফান্ড ও ইনভেস্টর ক্লেইম স্যাটেলমেন্ট প্রোগ্রামে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন : গোল্ডেন জুবিলি ফান্ডের লেনদেন শুরু বুধবার
শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, দুই বছর আগে যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম তখন পুঁজিবাজারের আকার ছিল ৩ লাখ কোটি টাকা। সেখান থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৫ লাখ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএল যদি সঠিকভাবে কাজ করে তবে এই মাসেই বাজারের আকার হবে ৮ লাখ কোটি টাকা।
পুঁজিবাজার স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও মিজানুর রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান।
এমআই/এসএসএইচ