ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডিএসইর জরুরি পর্ষদ সভায় গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

তিনি বলেন, আজকের সভায় এমডির পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তিনি নিয়ম অনুসারে আগামী ১৫ দিন এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২৩ আগস্ট মঙ্গলবার দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ মাসের মাথায় ই-মেইলে ডিএসইর চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র দাখিল করেন।

এমআই/এসএম