টানা ছয় কর্মদিবস উত্থানের পর বুধবার (২৪ আগস্ট) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৬৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা ছয় কর্মদিবস উত্থানের পর আজ দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারটিতে ২৬ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৪০২টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ১৩৩ কোটি ৭১ লাখ ৬২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ ১৮ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ৭১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ২ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এরপর রয়েছে বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট এলায়েন্স এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৫০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩৪৯ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৩ লাখ ৭১ হাজার ৯৯১ টাকার শেয়ার।

এমআই/জেডএস