আশার আলো দেখালো বিমা খাত
প্রকৌশল, বস্ত্র এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার দিনে বিনিয়োগকারীদের আশার আলো দেখিয়েছে বিমা খাত। ফলে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ আগস্ট) শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের দিনেও পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে। তবে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
এদিন পুঁজিবাজারে বিমা খাতের তালিকাভুক্ত ৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির। অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দাম। আর কমেছে একমাত্র ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের দাম। বিমা খাতের পাশাপাশি সিমেন্ট খাতের সাত কোম্পানির মধ্যে পাঁচটিরই দাম বেড়েছে।
বিজ্ঞাপন
এই দুই খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট। এতে পুঁজিবাজারে উত্থান হলো টানা ছয় কার্যদিবস।
পরপর দুই দিন দাম কমার পর আজ বিমা খাতের শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজার নিয়ে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। তারা একটু স্বস্তির মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ করেছেন।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারটিতে ৩৪ কোটি ৬ লাখ ৪৫ হাজার ২৯৯টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ ১৮ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭৭ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে কিছুটা।
নতুন সপ্তাহের তৃতীয় দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ১২৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইস্টার্ন হাউজিং লিমিটেড, মেট্রো স্পিনিং এবং আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩ লাখ ৭১ হাজার ৯৯১ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৩৭ টাকার।
এমআই/জেডএস